॥চঞ্চল সরদার॥ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ১২ই অক্টোবর বিকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধন চলাকালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি নূর মুহাম্মদ মিয়া, সাধারণ সম্পাদক ক্বারী মোঃ আবু ইউসুফ, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি মুহাম্মদ সাব্বির হুসাইন, ছাত্র আন্দোলনের জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ রাকিব বিন আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানিয়ে বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাস-মাদকে ভরে গেছে। সরকার এখনই নিয়ন্ত্রণ না করলে ভয়াবহ আকার ধারণ করবে। পরে আবরার ফাহাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
রাজবাড়ীতে আবরারের হত্যাকারীদের শাস্তির দাবীতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
