Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বিশ্ব ডিম দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা অনুষ্ঠিত

॥শেখ মামুন॥ বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে গতকাল ১১ই অক্টোবর সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সরকার আশ্রাফুল ইসলাম, ভেটেরিনারী সার্জন ডাঃ খায়ের উদ্দিন আহ্মেদ ও জেলা পোল্ট্রি খামারী এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক সাকিল নেওয়াজ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ এবারের বিশ্ব ডিম দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ মেধাবী চাই, প্রতিদিনই ডিম খাই’ সম্পর্কে আলোচনা করেন এবং প্রত্যেকের দৈনন্দিন খাদ্য তালিকায় ডিম রাখার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এস.এম আবুল বাসার। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল রাজবাড়ী জেলা শাখা এই আয়োজনে জেলা প্রাণি সম্পদ দপ্তরকে সার্বিক সহযোগিতা করে।