Site icon দৈনিক মাতৃকণ্ঠ

৬দিন বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া রুটের লঞ্চ চলাচল শুরু

॥এম.এইচ আক্কাছ॥ তীব্র স্রোতের কারণে ৬দিন বন্ধ থাকার পর গতকাল ১০ই অক্টোবর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। এতে লঞ্চে পারাপার হওয়া যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
তীব্র স্রোতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় গত ৪ঠা অক্টোবর দুপুর থেকে এই রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিল প্রশাসন।
এদিকে, তীব্র স্রোত ও ঘাটের ভাঙনে এই রুটের ফেরী চলাচল এখনো ব্যাহত হচ্ছে। ঝুঁকি নিয়েই সীমিত আকারে ফেরী চলাচল করছে। এর ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় শত শত যাত্রী ও পণ্যবাহী যানবাহন সিরিয়ালে আটকা পড়ছে। এতে যাত্রী ও যানবাহনের চালক-শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মোফাজ্জেল হোসেন জানান, স্রোতের তীব্রতা কিছুটা কমায় এই রুটের বড় লঞ্চগুলো চলাচল শুরু করেছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, স্রোতের কারণে এখনো ফেরী চলাচল ব্যাহত হচ্ছে। দৌলতদিয়ার ৬টি ফেরী ঘাটের মধ্যে ৪টি ঘাটই বন্ধ রয়েছে। বাকী ঘাটগুলো ব্যবহার করে ৬/৭টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।