Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলায় দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

॥কবির হোসেন॥ ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গতকাল ২৭শে এপ্রিল দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এই মেলার আয়োজন করে।
সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সরকারী প্রতিশ্র“তি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী।
জেলা প্রশাসক জিনাত আরার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক ও সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনূর আক্তার বিউটি, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আরাফাত আহমেদ ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাফিজা খাতুন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এ বিজ্ঞান মেলা তোমাদের নতুন জ্ঞান সঞ্চার করবে। বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় বাংলাদেশ আজ সম্ভাবনার দেশে পরিণত হয়েছে। আগে জমিতে যে পরিমাণ ফসল হতো, বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে তা কয়েক গুন বেড়েছে। তবে প্রযুক্তির ব্যবহারে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। তোমরা আগামীর ভবিষ্যৎ। তোমাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে। তোমাদেরকেই দেশ গড়ার দায়িত্ব নিতে হবে। এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে শুরু হয়েছে। ধীরে ধীরে এর ব্যাপক প্রসার ঘটবে।
মেলার ২৫টি স্টলে রাজবাড়ী সদর উপজেলার ৬টি কলেজ ও ১৪টি স্কুলের শিক্ষার্থীরা ৫১টি প্রজেক্ট প্রদর্শন করে।
বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।