Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সরকারীভাবে ২৮টাকা কেজিতে রাজবাড়ীতে গম ক্রয় উদ্বোধন

॥স্টাফ রিপোর্টার॥ খাদ্য অধিদপ্তর কর্তৃক রাজবাড়ী সদর উপজেলায় সরকারীভাবে ২৮টাকা কেজি দরে অভ্যন্তরীন গম ক্রয় শুরু হয়েছে। গতকাল ২৭শে এপ্রিল বিকেলে রাজবাড়ী সরকারী খাদ্য গুদামে এ গম ক্রয় উদ্বোধন করেন রাজবাড়ী-১আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুর রহমান, স্থানীয় খাদ্য সরবরাহ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হক হাওলাদার ও পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ সুজন উপস্থিত ছিলেন।
গম ক্রয় উদ্বোধনকালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, কৃষি ক্ষেত্রে কৃষকদের প্রণোদনা দেয়ার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে। আগে রাজবাড়ীতে খাদ্য ঘাটতি ছিল। যে কারণে সরকারী বরাদ্দও বেশী ছিল। কিন্তু এখন খাদ্য ঘাটতি না থাকায় সরকারী বরাদ্দও কমে গেছে। তিনি ভাল গম ক্রয় করার জন্য গুদাম কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুর রহমান জানান, এবার জেলায় ৩৩৭৩ মেঃ টন গম ক্রয় করা হবে। এরমধ্যে রাজবাড়ী সদরে ১০২১ মেঃ টন। গোয়ালন্দে ৫৩৬ মেঃ টন, পাংশায় ৮৫৮ মেঃ টন, কালুখালীতে ৪৪৯ মেঃ টন ও বালিয়াকান্দি উপজেলায় ৫০৯ মেঃ টন।