Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভাসহ ১০টি ইউনিয়নে গতকাল ৮ই অক্টোবর রাতে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।
জানা যায়, পাংশা পৌরসভার ২২টি মন্দিরের মধ্যে ১১টি মন্দিরের প্রতিমা পাংশা আদি মহাশ্মশানের পুকুরে ভক্তদের আরতী পরিচালনার মাধ্যমে বিসর্জন দেওয়া হয়। অন্যান্য মন্দিরের প্রতিমা স্ব-স্ব এলাকায় বিসর্জন দেওয়া হয়। পাংশা আদি মহাশ্মশানে রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা হয়। পাংশা আদি মহাশ্মশান মন্দিরে পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও সাদীয়া শাহনাজ খানম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ, পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুন্ডু।
অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, শাহজালাল ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার এভিপি ও শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, বিশিষ্ট নাট্যশিল্পী লিটু করিম, সাংবাদিক মোক্তার হোসেন, সুব্রত কুমার দাস সাগর, কার্তিক সাহা, চিত্ত রঞ্জন কুন্ডু, প্রান্তোষ কুন্ডু, অসীত কুন্ডু, সুব্রত কুমার দে, চন্ডীচরন ঘোষ, ডাঃ স্বপন, গৌতম বসাক, নিতাই বিশ্বাস, নিতাই দত্ত, লিটন কুমার বিশ্বাসসহ বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, প্রতিমা বিসর্জনকে ঘিরে পাংশা আদি মহাশ্মশানে মেলা বসে। প্রতিমা বিসর্জনে আগত ভক্ত, দর্শনার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সমাগমের ফলে পাংশা আদি মহাশ্মশান মাঠ লোকে লোকারন্য হয়ে পড়ে। শান্তিপূর্ণ পরিবেশে ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।