Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দ মোড় থেকে ভারতীয় থ্রি-পিচ ও শাড়ীসহ ৪জন চোরাকারবারী গ্রেপ্তার

॥স্টাফ রিপোর্টার॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ২৬শে এপ্রিল দিনগত রাত ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে কোলকাতা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান ভারতীয় থ্রি-পিচ, শাড়ী, ওড়না, লেহেঙ্গা ও ম্যাক্সিসহ ৪জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার হাতারপাড় গ্রামের মৃত কুব্বাত শেখের ছেলে শফি ওসমান(৫৪), ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার কয়রাকান্দা গ্রামের মৃত সামছুল হকের ছেলে মনির হোসেন(৩৫), ঢাকার দোহার থানার মধুরখোলা গ্রামের মৃত লালু মোল্লার ছেলে জয়নাল আবেদীন(৫৬) এবং ঢাকার উত্তর মুগদার মৃত মমতাজ উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম(৫০)। এ সময় তাদের নিকট থেকে ভারতীয় ১৬৪টি থ্রি-পিচ, ৮টি শাড়ী, ১০টি ওড়না, ৩টি লেহেঙ্গা ও ৯টি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে র‌্যাবের অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের রাজবাড়ী সদর থানায় সোপর্দ পূর্বক র‌্যাব বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।