॥রফিকুল ইসলাম॥ দৌলতদিয়া ঘাটের যানজট সমস্যা কোনভাবেই দূর হচ্ছে না। গতকাল ৭ই অক্টোবর বিকালেও ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, নদী পারাপারের অপেক্ষায় কয়েক কিলোমিটার জুড়ে শত শত যানবাহন দীর্ঘ লাইনে আটকে আছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়ার ৬টি ফেরী ঘাটের মধ্যে বর্তমানে ৩টি ঘাট চালু রয়েছে। স্রোতের প্রতিকূলে চলার উপযোগী মাত্র ৬টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরী পারাপারে সময়ও অনেক বেশী লাগছে। এ জন্য ঘাটের যানজট দূর হচ্ছে না।
দৌলতদিয়ায় যানজট সমস্যা দূর হচ্ছে না
