Site icon দৈনিক মাতৃকণ্ঠ

র‌্যালী ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস পালিত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ বিশ্ব বসতি দিবস উপলক্ষে ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা গণপূর্ত বিভাগের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ই অক্টোবর সকাল সাড়ে ১০টায় কালেক্টরেটের আ¤্রকানন চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মাহফিজুর রহমান। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ এবং গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় দিবসটির তাৎপর্য বিশ্লেষণসহ পরিকল্পিত বসতি স্থাপনের উপর গুরুত্ব দেয়া হয়।