Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে ইলিশ রক্ষা টাস্কফোর্স কমিটির সভা

॥কালুখালী প্রতিনিধি॥ আগামী ৯ই অক্টোবর থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞাকালীন সময়ে মা ইলিশ রক্ষার বিষয়ে কালুখালী উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ৭ই অক্টোবর বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। কালুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ নূরুল আলমের সভাপতিত্বে সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইলিশ রক্ষা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব আব্দুস সালাম, কালুখালী থানার পরিদর্শক (তদন্ত) সহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় আগামী ৯ই অক্টোবর থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত প্রধান প্রজনন মৌসুমে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয়ের শাস্তির (সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা) বিষয়ে মৎস্যজীবীসহ সকলকে সতর্ক করা হয়।