॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবং রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ৬ই অক্টোবর রাতে পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় মন্দির ও ভাইভাই সংঘ মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেন। তারা শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব দেখে সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
পূজামন্ডপ পরিদর্শনকালে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবং রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) দিলসাদ বেগম মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলন করেন।
এ সময় এমপি জিল্লুল হাকিমের সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মুশফিকুর রহিম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও সাদীয়া শাহনাজ খানম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুব্রত কুমার দাস সাগরসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাংশায় এমপি জিল্লুল হাকিম ও জেলা প্রশাসকের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন
