Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর বহরপুরে ১০ মাস ধরে প্রতিমা তৈরীর পর নিজেই দুর্গাপূজা করছে স্কুল ছাত্র দেবাশীষ

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাবুলতলা গ্রামে ১০ মাস ধরে বড় আকারের প্রতিমা তৈরীর পর নিজেই দুর্গাপূজা করছে দেবাশীষ দেবনাথ (১৫) নামে এক স্কুল ছাত্র।
বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র দেবাশীষ দেবনাথ গত দুই বছরও এভাবে নিজে প্রতিমা তৈরী করে নিজেই দুর্গাপূজা করে আসছে। এ কাজে বাবা বিনয় কুমার দেবনাথ ও মা অনিতা দেবনাথসহ বন্ধু-বান্ধবরা তাকে উৎসাহ প্রদান ও সহযোগিতা করে থাকে।
দেবাশীষ বিশ্বাস জানায়, এ বছর তৃতীয়বারের মতো সে এই দুর্গাপূজা করছে। লেখাপড়ার পাশাপাশি গত ১০ মাস ধরে নিজ হাতে প্রতিমাগুলো তৈরী ও রং করাসহ সবকিছু করেছে। বাবা-মা ও এলাকার বন্ধু-বান্ধবরা এ ব্যাপারে তাকে সহযোগিতা করে আসছে। প্রতি বছরই সে এভাবে দুর্গাপূজা করে যাওয়ার ব্যাপারে আশাবাদী।
দেবাশীষ দেবনাথের মা অনিতা দেবনাথ বলেন, আমার ছেলে এ বছর তৃতীয়বারের মতো নিজে প্রতিমা তৈরী করে নিজেই দুর্গাপূজা করে আসছে। প্রথম বছর ছোট আকারে প্রতিমা তৈরি করেছিল। গত বছর তারচেয়ে আরেকটু বড় করে এবং এ বছর অনেক বড় করে নিজে প্রতিমা তৈরী করে নিজেই পূজা করছে। আমি ওর জন্য সকলের আশীর্বাদ কামনা করছি।