Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিমের পিতা-মাতার মৃত্যুবার্ষিকী পালিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ৪ঠা অক্টোবর রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পিতা বিশিষ্ট সমাজসেবী আবুল মাহমুদ ও মাতা বেগম লুৎফুন্নাহারের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এমপি জিল্লুল হাকিমের পাংশা শহরস্থ বাড়ীতে পবিত্র কোরআনখানী, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, গতকাল ৪ঠা অক্টোবর শুক্রবার জুম্মার নামাজের পর আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম ও পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল ইসলাম। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পাংশা শাহ জূঁই (রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাঃ আবু মুসা আশয়ারী।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার শিক্ষক-ছাত্র এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।