Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নদী ভাঙন প্রতিরোধের দাবীতে গোয়ালন্দে মানববন্ধন পালিত

॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের নদী ভাঙন প্রতিরোধের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে।
গোয়ালন্দ শিশু সংসদ ও উপজেলাবাসীর ব্যানারে গতকাল ৪ঠা অক্টোবর সকাল সোয়া ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে মহাসড়কের পাশে এক মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন চলাকালে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, প্রকৌশলী জুয়েল বাহাদুর, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহন মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য পান্নু মোল্লা ও আবুল কাসেম, সাবেক ইউপি সদস্য বাবু মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আঃ ছাত্তার মন্ডল, দৌলতদিয়া শিশু সংসদের সভাপতি সাবিত বিন রাসেল, সাধারণ সম্পাদক এস.এম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের নদী ভাঙন প্রতিরোধে জরুরীভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবী জানান, নইলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া ঘাটকে অচল করে দেয়াসহ আমরণ অনশনের হুমকী দিয়ে বলেন, বিগত ৪/৫ বছর ধরে প্রতিবছর শত শত পরিবার নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে। বহু ফসলী জমি, বাড়ী-ঘর ও বিভিন্ন প্রতিষ্ঠান একের পর এক নদী গর্ভে বিলীন হচ্ছে। লঞ্চ ও ফেরী ঘাটগুলো ভাঙ্গতে ভাঙ্গতে অনেকটাই সরে এসেছে। ভাঙনের সময় কিছু বালুভর্তি জিও ব্যাগ ফেলা হলেও তাতে তেমন কোন কাজ হয় না। এমতাবস্থায় তারা নদী ভাঙন প্রতিরোধে জরুরীভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানান। দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।