॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল গতকাল ২রা অক্টোবর দুপুরে কালুখালী উপজেলার গড়িয়ানা কালীবাড়ী মোড় এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ রুপালী বেগম (২৮) নামের এক নারী বাসযাত্রীকে গ্রেফতার করেছে। সে কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন আল্লারদান গ্রামের জমির আলীর স্ত্রী।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল দুপুর ১টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় ডিবির এসআই জাহাঙ্গীর মাতুব্বর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়।
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে কালুখালী থেকে গাঁজাসহ নারী বাসযাত্রী গ্রেফতার
