॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল ১লা অক্টোবর সকালে গোয়ালন্দ পৌরসভার বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু আনুষ্ঠানিকভাবে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মালেক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান, বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক রাশেদ রায়হান, ফাতেমা আক্তার, উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
গোয়ালন্দে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন
