Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ৩০শে সেপ্টেম্বর সকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনাতয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রব্বানী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালাম সিদ্দিকী, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।