Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কালুখালীতে র‌্যালী ও আলোচনা

॥মনির হোসেন॥ জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে “কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” ও “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল ৩০শে সেপ্টেম্বর বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) শেখ নূরুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাওয়া খাতুন, উপ-খাদ্য পরিদর্শক মহব্বতুন্নেছা রতনা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, কন্যা শিশুরা বাল্য বিবাহ ও নির্যাতনের শিকার হবে-এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। বাল্য বিবাহ অনেক সমস্যা সৃষ্টি করে। একটি শিশু আরেকটি অপুষ্ট শিশুকে জন্ম দেয়। এর ফলে অনেক সমস্যা তৈরী হয়। এ জন্য সরকারের পাশাপাশি সকলকে বাল্য বিবাহ বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কালুখালী সরকারী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।