Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে ছাত্র ইউনিয়নের শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত

॥চঞ্চল সরদার॥ ‘কণ্ঠ মোদের রুদ্ধ করবে এমন সাধ্য কার, কোটি কণ্ঠে যখন ধ্বনিত হয় শিক্ষার অধিকার’ এই স্লোগানকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বৃহত্তর ফরিদপুর সমম্বয় কমিটির উদ্যোগে গত ২৯শে সেপ্টেম্বর বিকালে রাজবাড়ী রেলগেটের বটতলায় শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রথমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া। এরপর বটতলা থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বৃহত্তর ফরিপুর সমন্বয় কমিটির সমন্বয়ক আব্দুল হালিম বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, বর্তমান সভাপতি মেহেদী হাসান নোবেল, সহ-সভাপতি দীপক শীল, ফরিদপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি বলাই পাল, শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক সাইফ মোঃ রুদাদ, বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুল হাসান মিলন প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ রিপন। সভায় বক্তাগণ বলেন, লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনার ছেলেকে ছাত্র ইউনিয়নে পাঠান। যদি আপনার সন্তানরা ছাত্র ইউনিয়ন করে তাহলে তারা কখনো নেশাগ্রস্ত হবে না। কোন মেয়েকে ইভটিজিং করবে না। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকে প্রতিটি নাগরিকের শিক্ষার অধিকার নিয়ে আন্দোলন করে আসছে।