বাংলাদেশ মহিলা পরিষদ, রাজবাড়ী জেলা শাখার সমাপনী অনুষ্ঠান গতকাল ৩০শে সেপ্টেম্বর বিকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা পরিষদের সভাপতি লাইলী নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এডঃ দেবাহুতি চক্রবর্তী, জেলা শাখার সহ-সভাপতি ডাঃ পূর্ণিমা দত্ত, সাধারণ সম্পাদক সবিতা চন্দ, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি বাসন্তী স্যান্যাল, গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি নূরজাহান চৌধুরী, কালুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শান্তনা বিশ্বাস, পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিল রওশন আরা, জেলা শাখার সদস্য নাজমা সুলতানা, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সদস্য শাহাদত হোসেন, এডঃ মাহবুবুর রহমান, ধীরেন্দ্রনাথ দাস, আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনের উদ্যোগে বিগত সাংগঠনিক মাসে ৪টি সাংগঠনিক সফর, ৭টি কর্মী সভা, ১০টি উঠান বৈঠক, শ্রমজীবী নারীদের সাথে ১টি মতবিনিময় সভা, তরুণ-তরুণীদের সাথে ৩টি মতবিনিময় সভা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাথে ৫টি সচেতনতামূলক সভা, তৃণমূলে ৩টি সাংগঠনিক প্রশিক্ষণ, আদিবাসী/দলিত নারীদের সাথে ১টি মতবিনিময় সভা এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ৭টি অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে -বিজ্ঞপ্তি
মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠান
