॥গোলাম রব্বানী॥ রাজবাড়ী সদর উপজেলা পরিষদের মাসিক সভা গতকাল ২৯শে সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় হঠাৎ করে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গনের ঝুঁকিতে থাকা নদী পাড়ের স্কুলগুলো রক্ষা, শীতের ফসল ও হাইওয়ে সংলগ্ন ঝুঁকিপূর্ণ সংযোগ সড়কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের মাসিক সভা॥নদী ভাঙ্গনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা
