Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় অধ্যক্ষ কায়কোবাদের ৭৫তম জন্মদিন পালিত

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা প্রেসক্লাবে গত ২০শে এপ্রিল সন্ধ্যায় “সাতরঙা ফুল” গ্রন্থের লেখক অধ্যক্ষ শরীফ মোহাম্মদ কায়কোবাদের ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহত্তর ফরিদপুর বর্তমান রাজবাড়ী জেলার পাংশা থানার কসবামাজাইল ইউনিয়নের সলুয়া নামক অজ পাড়াগাঁয়ের এক সাধারণ মুসলিম কৃষক পরিবারে ১৯৪৩ সালের ২০শে এপ্রিল তার জন্ম। তিনি একজন মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, লেখক ও বস্তুবাদি দার্শনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি সনেট বিচিত্রা ও সনেট পংক্তিমালা গ্রন্থের লেখক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম রাসেল কবির, তথ্য প্রযুক্তি সম্পাদক সৈকত শতদল, লেখক ও ব্যাংক কর্মকর্তা গোলাম মোহাম্মদ, লেখিকা শম্পা রহমান প্রমুখ অধ্যক্ষ শরীফ মোহাম্মদ কায়কোবাদকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রবীন রাজনীতিক ও মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক খান মোঃ আব্দুল হাই, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ সহিদুর রহমান, বিশিষ্ট সাহিত্য গবেষক অধ্যাপক মোঃ আবুল হোসেন মল্লিক, পাংশা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা আইডয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম পান্নু, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট লেখক মোঃ খায়রুল ইসলাম ও পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ফিরোজ হায়দার প্রমূখ শিক্ষাবিদ অধ্যক্ষ এস.এম কায়কোবাদকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন ।
অনুষ্ঠানে অধ্যক্ষ শরীফ মোহাম্মদ কায়কোবাদের উপর স্বরচিত কবিতা পাঠ করেন এবাদত আলী শেখ, জালাল সরদার, শম্পা রহমান ও সুমী খোন্দকার প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি সংসদের সভাপতি কবি মোল্লা মাজেদ। অনুষ্ঠানে অধ্যক্ষ শরীফ মোহাম্মদ কায়কোবাদ তার জীবন ও কর্মের নানা স্মৃতি তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
অনুষ্ঠানে “উল্টোপথ” সাহিত্য ম্যাগাজিনের সম্পাদক আওরঙ্গজেব, লেখক উত্তম মিত্র, পাংশা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সদস্য শামীম রেজা ও সবুজসহ পাংশা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।