॥মনির হোসেন॥ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘শেরে বাংলা গোল্ড মেডেল’ পেয়েছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী।
গত ২৭শে সেপ্টেম্বর শেরে বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ তাকে এই গোল্ড মেডেল প্রদান করে। মোঃ আইয়ুব আলী ১৯৭০ সালে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের থানদুয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকরেন। ২০১১ তিনি রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। শিক্ষার মানোন্নয়নে তার বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম সব মহলের প্রশংসা পেয়েছে। কাজের স্বীকৃতিস্বরূপ শেরে বাংলা গোল্ড মেডেল পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
কালুখালীর রজনীকান্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী ‘শেরে বাংলা গোল্ড মেডেল’ পেয়েছেন
