Site icon দৈনিক মাতৃকণ্ঠ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা মহিলা আ’লীগের আয়োজনে আলোচনা-দোয়া মাহফিল অনুষ্ঠিত

॥চঞ্চল সরদার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ২৮শে সেপ্টেম্বর বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসিনা পারভীন, সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্বী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিনা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, আশির দশকের শুরুতে জাতীয় রাজনীতিতে আসেন শেখ হাসিনা। দায়িত্ব নেন আওয়ামী লীগের। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করলে দলের সভাপতি শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর তার নেতৃত্বে ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ, ২০১৪ সালে ৫ই জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ এবং ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয় আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। তার কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে, খাদ্য স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ, বাণিজ্য, আইসিটি সকল ক্ষেত্রে সাফল্য এসেছে। এছাড়া জঙ্গীবাদ প্রতিরোধ, যুদ্ধপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর খুনীদের বিচারসহ আরও বহু ক্ষেত্রে সাফর‌্য অর্জন করেছেন তিনি। আলোচনার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।