প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ী জেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল ২৮শে সেপ্টেম্বর বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গাছের চারা বিতরণ ও আশপাশের এলাকায় রোপণ করা হয়। এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন -চঞ্চল সরদার।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জেলা ছাত্রলীগের গাছের চারা বিতরণ-রোপণ
