Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়ায় ফেরীর সাইলেন্সার পাইপে আগুন॥যাত্রীদের মধ্যে আতংক

॥এম.এইচ আক্কাছ॥ গতকাল ২৬শে সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা যানবাহন ও যাত্রী বোঝাই কাজী কেরামত আলী নামের একটি ফেরী দৌলতদিয়া ঘাটে নোঙ্গর করার সময় হঠাৎ করে ফেরীটির সাইলেন্সার পাইপ দিয়ে আগুনের লেলিহান শিখা বের হতে থাকে।
এতে ফেরীর যাত্রীদের মধ্যে তীব্র আতংকের সৃষ্টি হয়। তবে কিছুক্ষণের মধ্যেই ফেরীর নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে আগুন নিভিয়ে ফেলা হয়।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, তীব্র স্রোতের বিপরীতে চলাচল করায় সাইলেন্সার পাইপে কার্বন জমে এ ধরনের ঘটনা ঘটে থাকে। এতে আতংকের কিছু নেই। সাইলেন্সার পাইপের আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে।