Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কাপড় ব্যবসায়ী সমিতির নির্বাচনের দাবীতে সাধারণ ব্যবসায়ীদের সভা

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী কাপড় ব্যবসায়ী সমিতির নির্বাচনের দাবীতে মতবিনিময় সভা করেছে বাজারের সাধারণ কাপড় ব্যবসায়ীরা।
গতকাল ২৫শে সেপ্টেম্বর রাত ৮টায় কাপড় বাজারের কাদেরীয়া সুপার মার্কেট প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। কাপড় ব্যবসায়ী ছব্দুল মিয়ার সভাপতিত্বে এবং শামীম আহমেদ ছামী ও মোঃ ফরিদের সঞ্চালনায় সভায় কাপড় ব্যবসায়ী আব্দুল মজিদ মাখন, শফিকুর রহমান মন্টু, বদিউজ্জামান বদি, আবুল হাশেম বাবলু, আনন্দ সরকার, টিপু সুলতান, সালেহীন, পলাশ, জহির রাজ, কচি, জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ দীর্ঘদিন কাপড় ব্যবসায়ী সমিতির নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যবসা পরিচালনা করার জন্য সুযোগ্য নির্বাচিত কমিটি থাকা খুবই প্রয়োজন। বর্তমানে মেয়াদোত্তীর্ণ কমিটিতে যারা আছে তারা সাধারণ কাপড় ব্যবসায়ীদের জন্য কিছুই করছে না। এ জন্য অবিলম্বে স্থবির সেই কমিটি ভেঙ্গে দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের মাধ্যমে কাপড় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করতে হবে। তারা কমিটি ভেঙ্গে দিয়ে নির্বাচনের জোর দাবী জানান। রাজবাড়ী বাজারের শতাধিক কাপড় ব্যবসায়ী সভায় উপস্থিত ছিলেন। সভায় কাপড় বাজার ব্যবসায়ী সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির ২/৩ জন সভায় উপস্থিত থাকলেও অন্যান্যরা অনুপস্থিত ছিল। যারা উপস্থিত ছিলেন তারা সাধারণ কাপড় ব্যবসায়ীদের দাবীর সাথে একমত পোষণ করে নির্বাচন দেয়ার দাবী জানান।