॥রফিকুল ইসলাম॥ বাংলা বর্ষবরণ উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্য্যনগরের কাজী ইরাদত আলী স্পোর্টিং ক্লাবের আয়োজনে গত ১৪ই এপ্রিল বিকেলে সূর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাজী ইরাদত আলী স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মোঃ আমিন উদ্দিন আহম্মেদ টুকু মিজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান, সূর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল মোতালেব, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মিজানুর রহমান মিঠু এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের(পশ্চিমাঞ্চল) সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ বিশ্বাস। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ আব্দুস সামাদ। এ সময় কাজী ইরাদত আলী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কদম আলী, দলিল লেখক ও ব্যবসায়ী মোঃ আজিজুল হক মৃধাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিকেলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা, হা-ডু-ডু, হাড়ি ভাঙ্গা, তৈলাক্ত কলাগাছে ওঠা, লাঠি বারি, মিউজিক্যাল চেয়ার প্রভৃতি খেলাধুলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর স্থানীয় ও জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।