॥শেখ মামুন॥ রাজবাড়ীতে স্কুল ছাত্রীদের মধ্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের অর্থায়নে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পের আওতায় গতকাল ২৪শে সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বাই সাইকেল বিতরণ করা হয়। বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান। সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
রাজবাড়ীতে স্কুল ছাত্রীদের মধ্যে বাই সাইকেল বিতরণ
