॥শেখ মামুন॥ এনজিও ব্যুরো বাংলাদেশের রাজবাড়ী শাখার আয়োজনে গতকাল ২৪শে সেপ্টেম্বর সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য অভ্যাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান। প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যুরো বাংলাদেশের হেড অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান এবং এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু। ব্যুরো বাংলাদেশের পানি ও পয়ঃনিষ্কাশন কর্মসূচীর আওতায় আয়োজিত এই প্রশিক্ষণে সংস্থার উপকারভোগী সদস্যগণ অংশগ্রহণ করেন।
রাজবাড়ীতে নিরাপদ পানি-স্যানিটেশন ও স্বাস্থ্য অভ্যাস বিষয়ক প্রশিক্ষণ
