॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ২৪শে সেপ্টেম্বর বালিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের অধীনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার। সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ’ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশ্বের হাসান, ‘ডেঙ্গু প্রতিরোধ’ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান এবং ‘নারী ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, নারী ও শিশু মৃত্যু প্রতিরোধ এবং গর্ভবতী মায়ের সেবা’ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক দিলীপ কুমার মন্ডল। বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন নেতৃস্থানীয় ব্যক্তি (ইউপি চেয়ারম্যান ও সদস্য, শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিক, ইমাম, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার) কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার শেষে শিশু ও নারীর উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
বালিয়াকান্দিতে জেলা তথ্য অফিসের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
