Site icon দৈনিক মাতৃকণ্ঠ

হঠাৎ পদ্মায় পানি বৃদ্ধির ফলে রাজবাড়ীর নিম্নাঞ্চল প্লাবিত॥ফসলের ক্ষতি-ভাঙন

॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ীতে হঠাৎ করে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি ও নতুন করে ভাঙনের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ, কৃষ্ণনগর, খোষবাড়ী, সন্তোষপুর, বিজয়নগর, ভবাণীপুর, গোদার বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ওইসব এলাকার নিম্নাঞ্চল পানির নীচে তলিয়ে গেছে। কয়েকদিন আগেও যেসব এলাকা ছিল মাঠের সবুজ ফসলে ভরা সেখানে এখন শুধুই পানি আর পানি। কৃষকের অনেক কষ্টের ধান-পাটের বীজতলা, মুলা, ধনে পাতা, পেঁয়াজ, রসুন, মাসকলাইসহ বিভিন্ন ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে।
খানগঞ্জের সত্তরোর্ধ কৃষক কালাচাঁদ মন্ডল বলেন, হঠাৎ পদ্মায় পানি বৃদ্ধির ফলে আমার মতো এ অঞ্চলের কৃষকদের শীতের সবজিসহ অন্যান্য সকল ফসল পানির নীচে তলিয়ে গেছে। এতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও অনেক ক্ষতি হবে। কালাচাঁদ মন্ডলের মতো স্থানীয় আরও কয়েকজন কৃষক একইভাবে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান।
খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার হোসেন তকদির জানান, তার ইউনিয়নের অন্তত ২/৩ হাজার বিঘা জমির ফসলের ক্ষতি হয়েছে। বিশেষ করে টমেটো, লাল শাকসহ শীতকালীন ফসলের বেশী ক্ষতি হয়েছে। শীঘ্রই পানি না কমলে কৃষকের ক্ষতির পরিমাণ আরও বাড়বে। এ ব্যাপারে কৃষি বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা খুবই দরকার।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান জানান, পদ্মা নদীর সাম্প্রতিক পানি বৃদ্ধিতে নীচু এলাকাগুলো প্লাবিত হলেও যদি দু’একদিনের মধ্যে পানি নেমে যায় তাহলে ফসলের তেমন ক্ষতি হবে না। তবে পানি কমা বিলম্বিত হলে ফসলের ক্ষতি হবে।
অপরদিকে, পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধিতে নতুন করে নদী ভাঙনেরও সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে রাজবাড়ী জেলা সদরের গোদার বাজার এলাকার বেশ কিছু জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে সেখানকার পর্যটন স্থাপনাগুলোও হুমকির মুখে পড়েছে। স্থানীয় মানুষের মধ্যে নদী ভাঙন অব্যাহত থাকার ভীতি বিরাজ করছে।
গোদার বাজার এলাকার বাসিন্দা নাজিম আহম্মেদ বলেন, হঠাৎ করে পদ্মায় পানি বৃদ্ধিতে নতুন করে নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই কিছু কিছু এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে।
এ বিষয়ে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম বলেন, জরুরীভিত্তিতে ঠিকাদারের মাধ্যমে বালুভর্তি জিওব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।