॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ২৩শে সেপ্টেম্বর বালিয়াকান্দি থানা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, নবাবপুর ইউনিয়নের পদমদী কমিউনিটি ক্লিনিক ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
জেলা প্রশাসক দুপুর সাড়ে ১২টায় প্রথমে পদমদী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। ক্লিনিকটি পরিদর্শনকালে তিনি বিভিন্ন রেজিস্টারপত্র পরীক্ষা করেন এবং ওষুধের মজুদ যাচাই করাসহ আগত রোগীদের সাথে কথা বলেন। এ সময় রোগীরা জেলা প্রশাসককে বলেন, হাতের কাছেই স্বাস্থ্য সেবা পাওয়ায় জনগণ উপকৃত হচ্ছে। জেলা প্রশাসক উপস্থিত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সেবা নিতে আসা রোগীদের উদ্দেশ্যে বলেন, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে সবার কাছে সেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক প্রধান ভূমিকা রাখছে। সরকার তৃণমূল পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ২৭ ধরনের ওষুধ সরবরাহ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম এই উদ্যোগ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ক্লিনিকে আরও আন্তরিকভাবে স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান করেন। একই সাথে সরকার প্রদত্ত ওষুধ বিশেষ করে শিশু ও গর্ভবর্তী মায়েদের জন্য প্রয়োজনীয় ওষুধের সহজলভ্যতা সম্পর্কে ব্যাপক প্রচারণার জন্য তিনি উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অনুরোধ জানান এবং পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন।
কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে জেলা প্রশাসক দুপুর সোয়া ১টায় বালিয়াকান্দি থানা পরিদর্শন করেন। এ সময় তাকে বালিয়াকান্দি থানার একদল সুসজ্জিত পুলিশ সদস্য গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে সম্মানিত জেলা প্রশাসক থানার অফিসার ইনচার্জের অফিস কক্ষে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ চিত্র, বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং থানার অফিসার ইনচার্জসহ পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা করেন ও রেজিস্টারপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন।
থানা পরিদর্শনের পর জেলা প্রশাসক দুপুর ২টায় বালিয়াকান্দি সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সাথে সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং প্রদত্ত সেবার পরিমাণ ও মান পর্যালোচনা করেন। পরিদর্শনের সময় উদ্যোক্তা জানান, সেখান থেকে জন্ম নিবন্ধন সনদের কপি জনসাধারণ বেশী সংগ্রহ করে থাকে। এছাড়া কম্পিউটার কম্পোজ, ই-মেইল, ছবি তোলা, বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল সংগ্রহ, ব্যাংকিং সেবা (ব্যাংক এশিয়া), ওয়ারিশ সনদের আবেদন ও বিভিন্ন প্রত্যয়নপত্র সংগ্রহের জন্য লোকজন আসে।
ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন শেষে জেলা প্রশাসক দুপুর সোয়া ২টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এর ৪ নং লক্ষ্য অর্জনে মানসম্মত শিক্ষা বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা এবং শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে শিক্ষা ও ক্রীড়া উপকরণ তুলে দেন। এ সময় বারুগ্রাম আশ্রয়ণ প্রকল্পের কোমলমতি শিক্ষার্থীদের হাতেও স্কুল ব্যাগ প্রদান করেন। জেলা প্রশাসকের হাত থেকে স্কুল ব্যাগ পেয়ে আশ্রয়ণ প্রকল্পের কোমলমতি শিশুরা ভীষণ আনন্দিত হয়।
এরপর জেলা প্রশাসক বিকাল সোয়া ৩টায় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপজেলার সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং অফিসের রেজিস্টার ও নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন।
বালিয়াকান্দির বিভিন্ন কার্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক
