Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা সার্কেলের এএসপির কার্যালয় পরিদর্শনে এসপি

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) গতকাল ২২শে সেপ্টেম্বর দুপুরে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন।
পুলিশ সুপার সেখানে পৌঁছালে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ তাকে অভ্যর্থনা জানান। এরপর পুলিশ সুপার কার্যালয়টি ঘুরে দেখেন এবং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন। এছাড়াও তিনি সড়ক ডাকাতি, বাল্য বিয়ে, মাদক, চুরি, দস্যুতাসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের বিষয়ে নির্দেশনা দেন। এ সময় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ উপস্থিত ছিলেন।