Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজাপুর ইয়াছিন ইনস্টিটিউটে পরিবার কল্যাণ ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর ইয়াছিন ইনস্টিটিউটে পরিবার কল্যাণ ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১শে সেপ্টেম্বর সকালে বেসরকারী এনজিও রাজবাড়ী উন্নয়ন সংস্থা (রাস) এ সভার আয়োজন করেন।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম বক্তব্য রাখেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান খানের সভাপতিত্বে এবং রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবুর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস এবং জেলা পরিবার ও পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোঃ আজম বক্তব্য রাখেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে রাজবাড়ী সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার মোঃ মাহমুদ হাসান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক সুব্রত কুমার দাসসহ বিদ্যালয়ের কিশোরী শিক্ষার্থী ও সুধিজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিশোরীদেরকে তাদের শরীরের স্বাস্থ্য সুরক্ষা জানতে হবে। এনজিও রাস আজকে যে আয়োজন করেছে তা কিশোরীদের জীবন মান বিকাশে সহায়ক হবে।
আলোচনা সভা শেষে কিশোরীদের মধ্যে সেনিটারী ন্যাপকিন বিতরণ করা হয়।