Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির বহরপুরে লোক সঙ্গীতানুষ্ঠান ও উঠান বৈঠক অনুষ্ঠিত

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ২১শে সেপ্টেম্বর সকালে বালিয়াকান্দি উপজেলার বহরপুরে ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের বাড়ীর আঙিনায় ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় লোক সঙ্গীতানুষ্ঠান ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলীমুর রেজা এবং সূর্যের হাসি ক্লিনিকের বহরপুর শাখার ব্যবস্থাপন অসীম কুমার ভদ্র।
বক্তাগণ নারী ও শিশুদের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক দিলীপ কুমার মন্ডল।
এ সময় বহরপুর ইউনিয়ন পরিষদের সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নারী ও শিশুরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের ভ্রাম্যমান শিল্পীগণ নারী ও শিশুদের নিয়ে সচেতনতামূলক লোক সঙ্গীত পরিবেশন করেন।