Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদরের বাজিতপুরে মধ্যবয়সী নারীকে গণধর্ষণ মামলার প্রধান আসামী সালাম গ্রেপ্তার

॥আশিকুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামে মধ্যবয়সী এক নারীকে গণধর্ষণ মামলার প্রধান আসামী সালাম সরদার (৪৮)কে পুলিশ গ্রেফতার করেছে।
গতকাল ২১শে সেপ্টেম্বর দুপুরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের ছাব্দুল সরদারের ছেলে।
এ মামলার অপর আসামী একই ইউনিয়নের মহারাজপুর গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে জিয়া শেখ(৩৮) পলাতক রয়েছে।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মোঃ শহীদুল ইসলাম জানান, বাজিতপুর গ্রামের মধ্যবয়সী এক নারী তাকে গণধর্ষণের অভিযোগে গত ৯ই সেপ্টেম্বর সালাম ও জিয়ার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে সালামকে আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অপর পলাতক আসামী জিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ওই নারী জানান, তার এক ছেলে ও এক মেয়ে। ছেলে কাতারে থাকেন এবং মেয়ের বিয়ে হয়ে গেছে। তার স্বামী ঢাকায় গাড়ী চালান। বাড়ীতে তিনি একা বসবাস করেন। গত ১লা সেপ্টেম্বর রাত ১০টার দিকে সালাম ও জিয়া তার বাড়ীতে এসে তাকে ডাক দিয়ে পানি খেতে চায়। এ সময় তিনি ঘরের দরজা খুললে তারা জোরপূর্বক ভিতরে প্রবেশ করে মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে। এরপর তারা বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনার পর তিনি ভয়ে বিষয়টি কাউকে জানাননি। পরবর্তীতে গত ৫ই সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে সালাম ও জিয়া আবারো তার বাড়ীতে আসে। এসময় তিনি পার্শ্ববর্তী বাড়ীতে গিয়ে আশ্রয় নেন এবং মোবাইলে তিনি তার পরিচিত লোকজনকে বাড়ীতে আসতে বলেন। এরপর তারা তার বাড়ীতে এলে সালাম ও জিয়া পালিয়ে যায়। এ নিয়ে স্থানীয় প্রভাবশালীরা কয়েকদিন ধরে মিমাংশা করার জন্য চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ায় তিনি থানায় মামলা দায়ের করেন।