॥মোক্তার হোসেন॥ পাংশা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনে গতকাল ২১শে সেপ্টেম্বর দুপুরে শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমে মতবিনিময় সভা করেছে উপজেলা পূজ উদযাপন পরিষদ।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুন্ডুর সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, সেনগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কার্তিক সাহা, মাছপাড়া কলেজের সহকারী অধ্যাপক দ্বিজেন্দ্রনাথ দাস, কশবামাজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনোদ কুমার বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সুনীল কুমার বিশ্বাস, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, মৌরাট ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রনয় কুমার বাগচী ও কশবামাজাইল ইউপি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার মন্ডলসহ উপজেলার বিভিন্ন ইউপি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ আসন্ন শারদীয় দুর্গোৎসবে সকল পূজা মন্দিরে স্বেচ্ছাসেবক কমিটি গঠন, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার গুরুত্বারোপ করেন। কেহ কোনোরূপ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়।
সভায় পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদ, পৌরসভা পূজা উদযাপন পরিষদ ও ১০টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থাপনা করেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক নিতাই কুমার বিশ্বাস।
পাংশায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
