Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে বর্নাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

॥আবুল হোসেন॥ বরাবরের মতো এবারও রাজবাড়ী জেলার গোয়ালন্দে বর্নাঢ্য নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে উদযাপন করে পহেলা বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দকে।
গত শুক্রবার সকাল সাড়ে আটটায় পহেলা বৈশাখ উদযাপন পর্ষদের আয়োজনে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ চত্বর থেকে বের হয় বর্নাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে দিনভর চলে নানা সঙ্গীতানুষ্ঠান। এছাড়া বেলা ১০টায় গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠ থেকে বের হয় উপজেলা প্রশাসনের আয়োজনে বের হয় বিশাল বর্নাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কয়েক হাজার মানুষ অংশ নেয়।
কলেজ মাঠে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানের বিশাল মঞ্চে দিনব্যাপী নানা অনুষ্ঠানের পাশাপাশি চলে পান্তা ভাত, ভর্তা, শরবত ও তরমুজ খাওয়া। বিকেলে শিল্পী মনির খানসহ ঢাকা থেকে আগত একদল শিল্পী সঙ্গীত পরিবেশন করে।
অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান হাবিব, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগ সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল প্রমূখ অংশ গ্রহণ করেন।
অপরদিকে শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা অনুষ্ঠান শেষে বিকেলে ঢাকা থেকে আগত শিল্পী গামছা পলাশ সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া উপজেলার কুমড়াকান্দি ফকীর বাড়ি টেনু ফকিরের আঙ্গিনায় চলছে ৫দিন ব্যাপী বৈশাখী উৎসব, দৌলতদিয়া, উজানচর ও ছোট ভাকলা ইউনিয়নে চলে বৈশাখীর নানা অনুষ্ঠান।