॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ১৯শে সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী সদর উপজেলার চরবাগমারায় বিদ্যুতের গ্রীড উপকেন্দ্র নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এ সময় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম গোলদার, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আজগর আলী বিশ্বাস, দপ্তর সম্পাদক ও বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া এবং গ্রীড উপকেন্দ্র নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী উপস্থিত সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার উন্নয়নমূলক নির্মাণ কাজগুলো পরিদর্শন ও তদারকি করার নির্দেশ দিয়েছেন। এ জন্য আজ এই গ্রীড উপকেন্দ্র নির্মাণ কাজ পরিদর্শন করতে এসেছি। সিডিউল অনুযায়ী আগামী বছরের(২০২০) জানুয়ারী মাসে এটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা। কিন্তু গত ১৬ মাসে মাত্র ৬০ শতাংশ কাজ হয়েছে। বাকী ৪মাসে অবশিষ্ট ৪০ শতাংশ কাজ শেষ করা কোনভাবেই সম্ভব হবে না। এ জন্য তিনি কাজের গতি বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো বলেন, বিদ্যুৎ সমস্যার সমাধানের ব্যাপারে সরকার ব্যাপক সাফল্য অর্জন করেছে। ইতিমধ্যে রাজবাড়ীর ২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে। এই গ্রীড উপকেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হলে জেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। ফরিদপুরের গ্রীড থেকে বিদ্যুৎ সরবরাহ পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে নানা ভোগান্তি পোহাতে হয়। এই গ্রীড উপকেন্দ্রটি নির্মিত হলে সেই সমস্যার সমাধান হবে।
রাজবাড়ীর চরবাগমারায় বিদ্যুতের গ্রীড উপকেন্দ্র নির্মাণ কাজ পরিদর্শন করলেন এমপি
