॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের সেনা সদস্য সোয়াইব বিশ্বাস আকাশ(২০) গত ১২ই সেপ্টেম্বর সকালে এভারেস্টের ৮হাজার ৮৪৮ মিটার উচ্চতার একটি শৃঙ্গে আরোহন করেন। তার এই সাফল্যে বালিয়াকান্দি উপজেলাবাসী গর্ববোধ করছে।
দরিদ্র পরিবারের সন্তান আকাশ ২০১৫ সালে বহরপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাসের পর ২০১৬ সালে সেনা বাহিনীতে যোগদান করে। নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্টে কর্মরত থাকা অবস্থায় ২০১৭ সালে সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পাস করে। এখন সে ঢাকার বনানী ক্যান্টনমেন্টে সেনা বাহিনীর ১২ ইঞ্জিনিয়ারিং কোরে কর্মরত রয়েছে।
আকাশের পিতা দরিদ্র আয়ুব আলী বিশ্বাস হাটে হাটে ঘুরে কৃষকদের কাছ থেকে চৈতালী ফসল(মসুরী, জিরা, ধনে) কিনে আড়তদারদের কাছে বিক্রি করে। আকাশরা দুই ভাই। তার ছোট ভাই হামজালা বিশ্বাস বহরপুর উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে পড়ে।
গতকাল ১৯শে সেপ্টেম্বর সকালে আকাশদের বাড়ীতে গিয়ে দেখা যায়, ছোট্ট একটি ঝুপড়ি ঘরে তার পরিবারের সবাই বসবাস করে। সর্বত্রই দারিদ্রতার স্পষ্ট ছাপ। ছেলের এভারেস্টে আরোহনের প্রতিক্রিয়া জানতে চাইলে আকাশের পিতা আয়ুব আলী বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, ওই পর্বতে উঠে সে দেশের সুনাম অর্জন করেছে। এতে আমার বুকটা ভরে গেছে। আমরাতো শুধুমাত্র ওছিলা, হেফাজতকারী হচ্ছেন আল্লাহ। আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, যেন সে দেশের মুখ আরও উজ্জ্বল করতে পারে।
উল্লেখ্য, সেনা বাহিনীর ঐরময ধষঃরঃঁফব ধহফ সড়ঁহঃধরহ ধিৎভধৎব কোর্সে অংশগ্রহণের জন্য আকাশ বিশ্বাস গত ৩১শে জুলাই নেপাল গমন করেন। আজ ২০শে সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফেরার পর ঢাকায় ডাক্তারী পরীক্ষাসহ প্রয়োজনীয় কাজ সেরে আগামী ২৬শে সেপ্টেম্বর সে গ্রামের বাড়ীতে আসতে পারে।
আকাশ বিশ্বাস যেন দেশের মুখ উজ্জ্বল করতে সেজন্য সকলেই দোয়া করবেন॥ছেলের এভারেস্ট শৃঙ্গে আরোহনে গর্বিত পরিবার
