Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল বৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় ঘোষিত সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবী বাস্তবায়নে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, পাংশা উপজেলা শাখার সভাপতি একেএম শরিফুল হুদা সাগর ও সাধারণ সম্পাদক মুহাঃ জহুরুল হকের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধিদল পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও সাদীয়া শাহনাজ খানমের হাতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন।
এ সময় নূরজাহান বেগম, কুলসুম বেগম, গোলাপজান নেছা, খায়রুল ইসলাম, রতন অধিকারী, মোফাজ্জেল হোসেন, ইমরান শেখ, লিয়াকত আলী বিশ্বাস, মিজানুর রহমান, রেজাউল করিম, শাহজাহানুল হক জুয়েল, জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম, স্বরজিত বিশ্বাস, আতিক হাসানসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদান শেষে উপজেলা পরিষদের সামনের সড়কে পাংশার ১২১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষক মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচীতে বক্তৃতায় শিক্ষক নেতৃবৃন্দ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবীর যৌক্তিতা তুলে ধরেন।