॥তনু সিকদার সবুজ॥ আন্তর্জাতিক সর্পসচেতনতা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল ১৯শে সেপ্টেম্বর সকালে ‘সর্পদংশনে ওঝা নয়, হাসপাতালেই চিকিৎসা হয়’-শ্লোগানকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র্যালীটি বের হয়ে বালিয়াকান্দির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মঞ্জু সোয়েব, ডাঃ হাসান আলী ও সিনিয়র স্টাফ নার্স নমিতা রানী প্রমুখ বক্তব্য রাখেন।
সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে বালিয়াকান্দিতে র্যালী ও আলোচনা
