Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দের প্রয়াত শিক্ষক আমিনুল হকের ২১তম মৃত্যু বার্ষিকী আজ

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিভাগের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ আমিনুল হক ওরফে আমিনুল মাষ্টারের ২১তম মৃত্যু বার্ষিকী আজ ১৯শে সেপ্টেম্বর।
তিনি গোয়ালন্দে বিভিন্ন সংবাদপত্রের এজেন্ট এবং মের্সাস হক ট্রেডার্সের স্বত্বাধিকারীও ছিলেন। কিডনি, জন্ডিসহ বিভিন্ন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ১৯৯৮ সালের ১৯শে সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহি রেখে যান। মরহুম আমিনুল হক প্রথম আলো ও এবিসি রেডিও এর গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হক রায়হানের শ^শুর। তাঁর ২১তম মৃত্যু বার্ষিকীতে পরিবারিকভাবে এবং গোয়ালন্দ ইদ্রিসিয়া ইসলামিয়া জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।