Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী-১ আসনের এমপিকে দেবগ্রাম ইউপি’র বিজয়ী চেয়ারম্যানের শুভেচ্ছা

গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম গতকাল ১৭ই সেপ্টেম্বর রাত ৮টায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে রাজবাড়ী সার্কিট হাউজে এসে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর সাথে সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ মিষ্টিমুখ করান। উল্লেখ্য, গত ১৬ই সেপ্টেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ হাফিজুল ইসলাম ৪হাজার ১৮৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মোঃ আতর আলী সরদার(আনারস) প্রতীক পেয়েছেন ২হাজার ৪২৬ ভোট -ইউসুফ মিয়া।