Site icon দৈনিক মাতৃকণ্ঠ

অপরাধ তৎপরতায় জড়িতদের কঠোর হস্তে দমন করতে হবে—রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিম

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ১৭ই সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
তিনি বলেন, অপরাধ তৎপরতা ও মাদকের সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করতে হবে। এলাকায় সুদে কারবারীদের আইনের আওতায় আনা, সন্ত্রাস, চাঁদাবাজী ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা বৃদ্ধি এবং মৌরাট ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত মন্ডল হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশী তৎপরতা জোরদার করতে হবে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ এলাকায় অপরাধ তৎপরতা রোধে পুলিশের টহল কার্যক্রম জোরদারকরণ এবং মৌরাট ইউপির শওকত মন্ডল হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে বলে উল্লেখ করেন। সমন্বিত প্রচেষ্টায় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ওসি মোঃ আহসান উল্লাহ।
সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, পাট্টা ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুর রব মোনা বিশ্বাস, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। সভায় আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।