Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সম্মেলন গতকাল ১৭ই সেপ্টেম্বর লক্ষ্মীকোল হরিসভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস। অন্যান্যের মধ্যে খানখানাপুর ইউনিয়নের প্রতিনিধি নব কুমার দত্ত, বরাট ইউনিয়নের তাপস দত্ত, দাদশী ইউনিয়নের নিমাই হলদার, খানগঞ্জ ইউনিয়নের জ্যোতি সাহা, মূলঘর ইউনিয়নের লিটন কুমার দাস, সুলতানপুর ইউনিয়নের গোপাল চন্দ্র দাস, আলীপুর ইউনিয়নের অশোক কুমার রায় প্রমুখ বক্তব্য রাখেন।
গোয়ালন্দ, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ রাজবাড়ী সদর উপজেলার অধিকাংশ ইউনিয়নের দুর্গা পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বের শেষে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবে অরুণ কুমার সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে ডাঃ সমীর কুমার দাসের নাম ঘোষণা করেন -প্রেস বিজ্ঞপ্তি।