Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার রহিম নিহত

॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী সদর থানা পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে আব্দুর রহিম (৩৮) নামের এক ডাকাত সর্দার নিহত হয়েছে।
গত ১৫ই সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি ওয়ানশুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহত আব্দুর রহিম একই উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের হাসমত আলীর ছেলে।
রাজবাড়ী থানা পুলিশের দাবী, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ই সেপ্টেম্বর সকালে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। রাত আড়াইটার দিকে থানা পুলিশের একটি দল তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য চন্দনী ইউনিয়নের কালীবাড়ী এলাকায় যায়। ওই সময় আব্দুর রহিমের দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। দু’পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে আব্দুর রহিম গুলিবিদ্ধ হয়। এরপর ঘটনাস্থল থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, নিহত আব্দুর রহিম ডাকাত দলের সরদার ছিল। তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় হত্যা, ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে।