Site icon দৈনিক মাতৃকণ্ঠ

প্রত্যন্ত অঞ্চলের ১২৫টি নতুন রাস্তার উন্নয়নে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে—এমপি জিল্লুল হাকিম

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৯ গতকাল ১৬ই সেপ্টেম্বর দুপুরে চরঝিকড়ী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। নারী-পুরুষ ব্যাপক লোক সমাবেশের ফলে সম্মেলন অনুষ্ঠান জনসভায় পরিণত হয়।
হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রহমত আলী খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
তিনি বলেন, বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময়ে এলাকায় কোনো উন্নয়ন হয় নাই। হাতুড়ী পেটা, সন্ত্রাস-চাঁদাবাজী, মিথ্যা মামলা দিয়ে হয়রানী, চুরি-ডাকাতি, খুন-রাহাজানীতে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নাই। আমরা আইআমে-জাহিলিয়ার যুগে ফিরে যেতে চাই না। সাধারণ মানুষ এখন শান্তিতে আছে। পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট আরো ভালো হবে, উন্নত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন-প্রত্যেকটি গ্রাম হবে শহরের মত। বিদ্যুৎ, রাস্তাঘাটসহ এলাকার সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে এমপি জিল্লুল হাকিম আরো বলেন, গড়াই নদীর নাদুরিয়া ঘাটে সাড়ে ছয়শত মিটার দৈর্ঘ্যের ব্রিজের রি টেন্ডার হয়েছে। ২/৩ মাসের মধ্যে গড়াই নদীর ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে। এলাকার উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ৪০ কোটি টাকা ব্যয়ে ১২৫টি নতুন রাস্তা পাকা করা হবে বলে উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন, ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ রাস্তার আজ দুরবস্থা। পাবনার লোক পদ্মা নদীতে বালু কাটছে। আর এই এলাকার কিছু লোক তাদেরকে সহযোগিতা করছে। ১০ চাকার গাড়ীতে বালু টানার কারণে রাস্তার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, আমরা কষ্ট করে টাকা নিয়ে এসে রাস্তা সংস্কার করব, আর তারা আখের গোছাবে, এটা হতে দেওয়া যাবে না। রাস্তায় লোহার বার স্থাপন করে ১০চাকার বালুর ট্রাক চলাচল বন্ধ করে দিতে হবে। এ ক্ষেত্রে এলাকার জনগণের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। ১০ চাকা বিশিষ্ট বালুর ট্রাক চলাচলে বাঁধা দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি দিক নির্দেশনা দেন তিনি।
শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত, আইন-শৃঙ্খলা, হতদরিদ্র গৃহহীন লোকজনের মাঝে ঘর নির্মাণ, বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, শিক্ষার্থীদের মাঝে উপ-বৃত্তি, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, গরীব মানুষের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিক্রিসহ বর্তমান সরকারের সাফল্যের নানা তথ্য উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য ও যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট খোদেজা নাসরীন আক্তার হোসেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান আলী, এডভোকেট খোন্দকার তরিকুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, আওয়ামী লীগ নেতা ফজলুল হক বিশ্বাস, জসিম উদ্দিন বিশ্বাস ও শফিকুল ইসলাম শফি প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল। উপস্থাপনা করেন হাবাসপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ জহুরুল হক সবুজ।
অনুষ্ঠানে মাছপাড়া ইউপির চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, আব্দুল জলিল বিশ্বাস, অধ্যক্ষ একেএম জয়নাল আবেদীন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনী, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল, কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব, আওয়ামী লীগ নেতা মোঃ শহিদুজ্জামান (শহিদ বিশ্বাস), পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুন্ডু, পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোন্দকার তাজবীর হাসান সিসিলসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।