Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দীর্ঘদিন পর নতুন নেতৃত্বে রাজবাড়ী জেলা মহিলা আ’লীগ॥ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ১৪ই সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শিরিন নাঈম পুনম, কোহিনূর হোসেন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক শিরিন রুখসানা, শিখা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান সেলী, সোহেলা পারভীন রানু, ঝর্ণা বাড়ৈ, সুরাইয়া বেগম ইভা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তাহমিনা বেগম, ত্রাণ বিষয়ক সম্পাদক হোসনে আরা রানী, সমবায় বিষয়ক সম্পাদক দিলারা মোস্তফা, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিদা চৌধুরী তন্বী, মনোয়ারা বেগম তামান্না, তানিয়া সুলতানা কংকন এবং ইয়াসমিন আক্তার নাজমা।
জেলা মহিলা আওয়ামী লীগের বিদায়ী কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলীর সভাপতিত্বে এবং এডঃ সুফিয়া খান রেখার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা মহিলা আওয়ামী লীগের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নিলুফার বেগম, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানা বেগম, গোয়ালন্দ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরজাহান বেগম, পাংশা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরুন্নাহার বেগম, কালুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা পারভীন, বালিয়াকান্দি উপজেলা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বাসন্তী স্যান্যাল প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে। নেতাদের কর্মীদের মূল্যায়ন করতে হবে। কাউন্সিলের নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, নারীর ক্ষমতায়নে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার জন্যই নারীরা আজ স্বাবলম্বী হচ্ছে। সরকার বিধবা ভাতা, বয়ষ্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা দিচ্ছে। যাদের নেতৃত্বে সংগঠন শক্তিশালী হবে তাদেরকে মহিলা আওয়ামী লীগের দায়িত্ব দিতে হবে।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা বলেন, আজকের সম্মেলনে যে নতুন নেতৃত্ব আসবে তাদেরকে তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জন্য কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখতে হবে।
সম্মেলনের উদ্বোধক মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন বলেন, সবাই মিলে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় অবদান রাখতে হবে। শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম বলেন, লাল-সবুজের পতাকার ¯্রষ্টা, সারা বিশ্বের শোষিত মানুষের কণ্ঠস্বর, স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কাউন্সিলের যারা নেতা নির্বাচিত হবেন তারা কর্মীদের মূল্যায়ন করবেন। মিলেমিশে সংগঠন চালাবেন।
সভাপতির বক্তব্যে জেলা মহিলা আওয়ামী লীগের বিদায়ী কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, আমি বিগত ১৫ বছর সভাপতির দায়িত্ব পালনকালে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করেছি। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করেছি। দলীয় সকল কর্মসূচী পালন করেছি।
সম্মেলনের দ্বিতীয় পর্বে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় মহিলা সংস্থার রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তানিয়া সুলতানা কংকনকে সভাপতি, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফাকে সহ-সভাপতি, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিদা চৌধুরী তন্বীকে সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা ইসলামকে যুগ্ম-সাধারণ সম্পাদক করে জেলা মহিলা আওয়ামী লীগের ৪সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন। পরবর্তীতে তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
উল্লেখ্য, আংশিক কমিটি ঘোষণার পর বিদায়ী কমিটির সভাপতি কামরুন নাহার চৌধুরী এবং তার অনুসারীরা ‘কমিটি মানি না, মানি না’-শ্লোগান দিয়ে হট্টগোল সৃষ্টি করে। কিন্তু উপস্থিত নেতৃবৃন্দ এর প্রতি কোন কর্ণপাত করেননি। তবে তারা তাকে(লাভলী চৌধুরীকে) কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়ার আশ্বাস দেন।